একসঙ্গে ১৮০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নতুন করে হামলার আশঙ্কা দেখছে না ইসরায়েল

‘আপনারা নিরাপদ আশ্রয় ছেড়ে যেতে পারেন। তবে আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে সিএনএন এই তথ্য জানিয়েছে। তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, ইরানের হামলায় কেউ হতাহত হয়নি।

ইরানের পক্ষ থেকে নতুন করে আর হামলার আশঙ্কা নেই বলে মনে করছে ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ধারণা করা হচ্ছে আপাতত ইরানের পক্ষ থেকে নতুন করে হামলার আশঙ্কা নেই।

দেশবাসীর উদ্দেশে এক বিবৃতিতে তিনি বলেন, 'আপনারা নিরাপদ আশ্রয় ছেড়ে যেতে পারেন। তবে আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।'

এদিকে ইসরায়েলের জরুরি সেবা বিভাগের তথ্য অনুসারে, মঙ্গলবার তেল আবিবে বন্দুক হামলায় আটজন নিহত ও আরও আটজন আহত হয়েছেন।

দুইজন হামলাকারীকে সন্ত্রাসী উল্লেখ করে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে ইসরায়েলি চিকিৎসকরা জানিয়েছিলেন, তারা ঘটনাস্থলে অন্তত সাতজন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

8h ago