ক্রিমিয়ায় আবারও অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনা নাশকতা: রাশিয়া

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় ইউক্রেন সেনাদের হামলার প্রায় এক সপ্তাহ পর আবারও একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। বিবিসির সংবাদে বলা হয়েছে, এতে একটি সামরিত অস্ত্রাগারে একের পর এক বিস্ফোরণ ঘটতে দেখা গেছে
ছবি: সংগৃহীত

রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় ইউক্রেন সেনাদের হামলার প্রায় এক সপ্তাহ পর আবারও একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। বিবিসির সংবাদে বলা হয়েছে, এতে একটি সামরিত অস্ত্রাগারে একের পর এক বিস্ফোরণ ঘটতে দেখা গেছে

এ ঘটনাকে 'নাশকতা' হিসেবে উল্লেখ করে রাশিয়ান কর্মকর্তারা বলেছেন, ঝাঁকোই এলাকায় ওই বিস্ফোরণের সূত্রপাত হয়। এরপর একটি পাওয়ার স্টেশন বিস্ফোরণ ও রেললাইন ক্ষতিগ্রস্ত করা হয়।

গত সপ্তাহে ক্রিমিয়ান উপকূলে কৃষ্ণ সাগরে একটি ঘাঁটিতে একের পর এক বিস্ফোরণে রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস হয়।

তবে, ইউক্রেন এ হামলার দায় স্বীকার করেনি।

তবে, রাষ্ট্রপতির কার্যালয়ের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক সবশেষ ঘটনাটিকে 'বেসামরিকীকরণ অভিযান' হিসেবে উল্লেখ করে বলেছেন, এসব বিস্ফোরণগুলো দুর্ঘটনাজনিত ছিল না।

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নিজেদের অভিভুক্ত করে নেয়। এরপর থেকে ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেন সেনাবাহিনীর লড়াই চলে আসছে। ওই ঘটনার ধারাবাহিকতায় এ বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেন রুশ সেনারা।

এর আগে ৯ আগস্ট ক্রিমিয়ার একটি সামরিক বিমানঘাঁটিতে গোলাবারুদ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় একজন নিহত ও একাধিক ব্যক্তি আহত হন। বিশেষজ্ঞরা ধারণা, ওই বিস্ফোরণের পেছনে ইউক্রেনীয় সেনাদের হাত ছিল। অবশ্য ক্রিমিয়ায় কোনো আক্রমণের দায় স্বীকার করেনি ইউক্রেন। তবে কর্মকর্তারা একাধিক মন্তব্য করেছেন, যাতে ইউক্রেনের বাহিনী এতে যুক্ত থাকতে পারে এমন ইঙ্গিত মেলে।

Comments