খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহার

ইউক্রেনের খেরসন থেকে সব রুশ সেনা প্রত্যাহার করা হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে। শুক্রবার সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
খেরসন অঞ্চলে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ব্লাহোদাত্নে গ্রামে রাশিয়ান গোলাবারুদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স

ইউক্রেনের খেরসন থেকে সব রুশ সেনা প্রত্যাহার করা হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে। শুক্রবার সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, খেরসন থেকে সব কর্মী, অস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রত্যাহার করা হয়েছে। সব মিলিয়ে ৩০ হাজারেরও বেশি রুশ সামরিক কর্মী, ৫ হাজার অস্ত্র ও সামরিক সরঞ্জাম ও সম্পত্তি সরিয়ে নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মেরামত করার জন্য রাশিয়ার সব সামরিক সরঞ্জাম ডিনিপ্রোর বাম তীরে নিয়ে যাওয়া হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, খেরসনে অবশিষ্ট থাকা রুশ সেনাদের অবিলম্বে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনর কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, কিছু রুশ সেনা বেসামরিক পোশাকে সেখানে থাকতে পারে।

ইউক্রেন জোর দিয়ে বলেছে, তারা প্রত্যাহার করা রাশিয়ান সেনাদের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ান সেনাদের স্থানান্তরকে ব্যাহত করতে শত্রুদের প্রচেষ্টা সত্ত্বেও, কর্মী, অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং ম্যাটেরিয়ালের কোনো ক্ষতি হতে দেওয়া হয়নি। রুশ বিমান প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সব প্রচেষ্টা প্রতিহত করেছে।

Comments