ঝাপোরিঝঝিয়ায় ৬ মার্কিন সাঁজোয়া যান হারাল ইউক্রেন

রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ব্র্যাডলি ফাইটিং ভেহিকল পেয়েছে ইউক্রেন। ছবি: এএফপি
রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ব্র্যাডলি ফাইটিং ভেহিকল পেয়েছে ইউক্রেন। ছবি: এএফপি

ইউক্রেনের একটি সামরিক ইউনিট রুশ অধিকৃত ঝাপোরিঝঝিয়ায় পালটা আক্রমণ চালাতে যেয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া বেশ কয়েকটি ট্যাংকের মতো চাকাযুক্ত সাঁজোয়া যান 'ব্র্যাডলি ফাইটিং ভেহিকল' (বিএফভি) হারিয়েছে।

আজ সোমবার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, ওরেখোভো শহরের কাছে এই সাঁজোয়া যানগুলো ধ্বংস হয়।

এতে আরও বলা হয়, ইউক্রেনের পদাতিক বাহিনীর মেকানাইজড ইউনিটের ৬টি বিএফভি ধ্বংস হয়েছে। আরও ৩টি যান ক্ষতিগ্রস্ত হলেও সেগুলোকে সারিয়ে তোলা সম্ভব। অপর একটি যানের কোনো ক্ষতি হয়নি।

পালটা আক্রমণের ফলাফল সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউক্রেনীয় সেনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'কোনো উল্লেখযোগ্য সাফল্য আসেনি।'

গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংবাদিকদের ইউক্রেনীয় পালটা আক্রমণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, কিয়েভ তাদের রিজার্ভ বাহিনী ব্যবহার করে হামলা চালাচ্ছে, কিন্তু রুশ সেনাদের সাহসিকতা ও বীরত্বের কারণে তারা সফল হয়নি।

গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেনের পালটা আক্রমণের বিষয়টি নিশ্চিত করলেও এর ফলাফল সম্পর্কে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান।

একই দিনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টার মধ্যে দনেৎস্কের দক্ষিণে ও ঝাপোরিঝঝিয়া অঞ্চলে ইউক্রেনের বাহিনী ৪টি জার্মানিতে তৈরি লেপার্ড ট্যাংকসহ মোট ৯টি ট্যাংক হারিয়েছে। এ ছাড়া, ব্র্যাডলিসহ মোট ১১টি সাঁজোয়া যানও খুইয়েছে ইউক্রেন।

 

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago