সিনেটে সমান, প্রতিনিধি পরিষদে ২০ আসনে এগিয়ে রিপাবলিকানরা

প্রতিনিধি পরিষদে প্রাথমিক গণনায় রিপাবলিকানরা পেয়েছেন ১৯৮ আসন ও ডেমোক্রেটরা পেয়েছেন ১৭৮ আসন।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ১০০ আসনের মধ্যে প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি ৪৮টি করে আসন পেয়েছে।

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এগিয়ে আছে রিপাবলিকানরা। প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে এখন পর্যন্ত প্রাথমিক গণনায় রিপাবলিকানরা পেয়েছেন ১৯৮ আসন ও ডেমোক্রেটরা পেয়েছেন ১৭৮ আসন।

নিম্নকক্ষে যেকোনো দলকে সংখ্যাগরিষ্ঠতা পেতে ২১৮ আসন পেতে হবে।

আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকানরা জয়ী হলে বাইডেন প্রশাসনকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে বিরোধিতায় পড়তে হবে।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, রিপাবলিকানরা বিজয়ী হলে রুশ আগ্রাসনের শিকার ইউক্রেনে মার্কিন সামরিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধ হয়ে যেতে পারে।

 

Comments

The Daily Star  | English

JCD announces 27-member panel for Ducsu election

One post left vacant in honour of injured student

18m ago