যুক্তরাষ্ট্র

১৮ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করবে আমাজন

১৮ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করবে আমাজন ডট কম। বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বেচাকেনার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জ্যাসি কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।
যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ায় আমাজনের কার্যালয়ে কর্মীরা কাজ করছেন। ফাইল ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ায় আমাজনের কার্যালয়ে কর্মীরা কাজ করছেন। ফাইল ছবি: রয়টার্স

১৮ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করবে আমাজন ডট কম। বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বেচাকেনার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি জ্যাসি কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।

গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জ্যাসি জানান, ১৮ জানুয়ারি থেকে ছাঁটাই হতে যাওয়া কর্মীরা এ বিষয়ে সরাসরি জানতে পারবেন। এই উদ্যোগে ই-কমার্স ও মানব সম্পদ বিভাগের ওপর বড় আকারে প্রভাব পড়বে বলে নিশ্চিত করেন তিনি। 

এ সিদ্ধান্ত অনুযায়ী, আমাজনের ৩ লাখ কর্পোরেট কর্মকর্তাদের মাঝে প্রায় ৬ শতাংশ চাকরি হারাতে যাচ্ছেন। সব মিলিয়ে প্রতিষ্ঠানের কর্মীর সংখ্যা প্রায় ১৫ লাখ। বেসরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্রের ওয়াল মার্টের পর আমাজনই সবচেয়ে বড় নিয়োগদাতা প্রতিষ্ঠান।  

কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পর আমাজনের শেয়ারের মূল্য ২ শতাংশ বেড়ে যায়।

বাড়তে থাকা বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে সাধারণ ক্রেতা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সার্বিকভাবে ব্যয় কমিয়েছে, যার প্রভাব পড়েছে আমাজনের ব্যবসার ওপর। গত ১ বছরে পুঁজিবাজারে আমাজনের শেয়ারের মূল্য অর্ধেকে নেমেছে।

প্রবৃদ্ধির হার কমে যাওয়ায় ব্যয় কমাতে নভেম্বর থেকে প্রতিষ্ঠানটি কর্মী ছাঁটাই শুরু করেছে। সে সময় প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করা হবে বলে জানা গেছিল।

করোনাভাইরাস মহামারির সময় লক-ডাউনে থাকা মানুষদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাজন বিশেষ সাফল্য দেখিয়েছিল। কিন্তু মহামারি নিয়ন্ত্রণে আসার পর আমাজনের সেবার চাহিদা কমে যায় এবং করোনার সময় তৈরি করা অবকাঠামোর বড় একটি অংশ অব্যবহৃত থেকে যায়। মূলত এ কারণেই কর্মী ছাঁটাইর সিদ্ধান্ত নেয় আমাজন।

 

Comments