মেটার আরও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিলেন জাকারবার্গ

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ছবি: সংগৃহীত 

৪ মাসের ব্যবধানে আরও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা।

আজ মঙ্গলবার মেটার পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে, গত নভেম্বরে কোম্পানির প্রায় ১৩ শতাংশ বা ১১ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল মেটা, যা ছিল মেটার ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আজ এক ফেসবুক পোস্টে বলেন, 'আগামী কয়েক মাসের মধ্যে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে।'

তিনি বলেন, 'আগামী এপ্রিলের শেষের দিকে আমাদের টেক গ্রুপ এবং মের শেষের দিকে ব্যবসায়িক গ্রুপগুলোর পুনর্গঠন ও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিত পারব বলে আশা করছি। এ কাজ সম্পন্ন করতে বছরের শেষ পর্যন্ত সময় লেগে যেতে পারে।'

জাকারবার্গ আরও বলেন, 'সামগ্রিকভাবে আমরা প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রত্যাশা করছি। এ ছাড়া, প্রায় ৫ হাজার নতুন কর্মী নেওয়ার যে কথা ছিল সেটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

 

Comments

The Daily Star  | English

KUET withdraws expulsion of 37 Students, reopens halls

Academic classes are scheduled to resume on May 4

5m ago