যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ে পুলিশি অভিযান, ইসরায়েলি গণহত্যা বিরোধী বিক্ষোভরত শতাধিক শিক্ষার্থী গ্রেপ্তার

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের গ্রেপ্তার করছে পুলিশ। ছবি: এএফপি/চার্লি ট্রিবাল্যু
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের গ্রেপ্তার করছে পুলিশ। ছবি: এএফপি/চার্লি ট্রিবাল্যু

গতকাল মঙ্গলবার নিউইয়র্কের ২ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার এই তথ্য জানিয়েছে সিএনএন।

গাজায় ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ায় সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তারের বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেন।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজ অব নিউইয়র্ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ জানিয়েছে, প্রায় ২০ জনেরও বেশি বিক্ষোভকারী পুলিশকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দিলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

কর্মকর্তা জানান, পুলিশের ট্যাকটিকাল টিম শুরুতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে, যাতে বিক্ষোভকারীদের সঙ্গে নতুন করে আর কেউ যোগ দিতে না পারেন এবং আরও বেশি মানুষকে গ্রেপ্তারের প্রয়োজন দেখা না দেয়।  

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে পুলিশ। ছবি: রয়টার্স
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে পুলিশ। ছবি: রয়টার্স

এরপর পুলিশের সদস্যরা একাধিক পথে ক্যাম্পাসে প্রবেশ করেন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন হ্যামিল্টন হলের নিয়ন্ত্রণ নিলে বিক্ষোভকারীদের সরাতে ভবনে প্রবেশ করে পুলিশ।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, দুই ঘণ্টারও কম সময়ের অভিযানে হ্যামিল্টন হল থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় কেউ আহত হয়নি বলেও জানিয়েছে পুলিশ।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৭ মে পর্যন্ত নিউ ইয়র্ক পুলিশকে বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিতে বলেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের চিঠি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দিতে পুলিশ সেখানে যায়।

এর আগে গাজার প্রতি সংহতি ও যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের বহিষ্কারের কথা জানায় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। হুমকি মাথায় নিয়েও শিক্ষার্থীরা জানায় আন্দোলন থেকে সরে আসবে না তারা।

গাজায় ইসরায়েলি আগ্রাসনবিরোধী এই বিক্ষোভ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এতে এক হাজার ১৬০ জন নিহত হন। হামাসের হাতে জিম্মি হন ২৫০ জন।

এই হামলার প্রতিশোধ হিসেবে সেদিনই গাজার বিরুদ্ধে নজিরবিহীন ও নির্বিচার বিমানহামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে স্থলবাহিনীও এতে যোগ দেয়। গত ৭ মাসে ফিলিস্তিনি নিহতের সংখ্যা অন্তত ৩৪ হাজার ৫৩৫ এ দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

 

 

Comments

The Daily Star  | English

Yunus places 7-point roadmap for Rohingya repatriation

'Time for action now,' he says at dialogue on Rohingya crisis in Cox’s Bazar

30m ago