ট্রাম্পকে যিনি গুলি করেছেন

সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।
নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর গুলি চালানো হয়। ছবি: এএফপি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী বন্দুকধারীর পরিচয় শনাক্ত করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

আজ রোববার এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ওপর হামলাকারীর নাম টমাস ম্যাথিউ ক্রুকস। ২০ বছর বয়সী ওই যুবক যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার বাসিন্দা ছিলেন।

এনবিসি ও সিবিএস তাদের প্রতিবেদনে এফবিআইয়ের বরাতে বলেছে, পেনসিলভানিয়ার বেথেল পার্কের ২০ বছর বয়সী টমাস ম্যাথিউ ক্রুকসকে ডোনাল্ড ট্রাম্পের হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছে এফবিআই।

হামলায় ট্রাম্পের ডান কানে গুলি লাগে। এ ঘটনায় সমাবেশে অংশ নেওয়া একজন নিহত ও দুই জন গুরুতর আহত হয়েছেন।

মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ফেডারেল ব্যুরে অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

 

Comments