হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাকচালকের মৃত্যু

হিলি স্থলবন্দরে চিকিৎসাধীন অবস্থায় এক ভারতীয় ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

হিলি স্থলবন্দরে চিকিৎসাধীন অবস্থায় এক ভারতীয় ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

মৃত প্রসেনজিত সরকার (৩০) ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার সাপানগর গ্রামের চিত্ত বসুর ছেলে।

আজ রোববার সকালে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের সিকিউরিটি ইনর্চাজ বাদল চক্রবর্তী।

তিনি বলেন, 'গত বৃহস্পতিবার ভারত পণ্য নিয়ে প্রসেনজিত হিলি স্থলবন্দরে আসে। গতকাল বিকেলে বন্দরের ভেতরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার একটু উন্নতি হলে ভারতে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু আজ সকালে তিনি মারা যান।'

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ খায়রুল বাসার শামীম বলেন, 'হিলি বন্দরে ১ জন মারা গেছেন, এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Comments

The Daily Star  | English

Sundarbans fire doused after nearly three days: forest official

Firefighters today doused the fire that broke out at Chandpai range of East Sundarbans in Bagerhat on May 3

2h ago