অস্ত্রোপচারের পর আইসিইউতে খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। আজ সোমবার একটি অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হয়।
খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। আজ সোমবার একটি অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে। এখন তিনি আইসিইউতে আছেন।

ডা. জাহিদ বলেন, 'ম্যাডামের (খালেদা জিয়া) ছোট একটি বায়োপসি করা হয়েছে। অপারেশনের পরে তার সঙ্গে ছেলে তারেক রহমান কথা বলেছেন। ছোট ভাই শামীম ইস্কান্দারও কথা বলেছেন। ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি কথা বলেছেন।'

'এখন তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তবে তিনি ভালো আছেন,' যোগ করেন তিনি।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, 'উনার শরীরের এক জায়গায় ছোট একটা লাম্প আছে। এই লাম্পের ন্যাচার অব অরিজিন জানতে হলে বায়োপসি করা প্রয়োজন। সেজন্য আজকে উনার বায়োপসির জন্য অপারেশন করা হয়েছে।'

তিনি বলেন, 'বায়োপসির পর উনার সব প্যারামিটারসগুলো এই মুহূর্তে স্টেবল আছে। উনি সার্জিক্যাল আইসিইউতে চিকিৎসাধীন আছেন।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বায়োপসি মানে চিকিৎসা না। বায়োপসি হচ্ছে ডায়গনোস্টিক প্রসেসের পার্ট।'

তিনি বলেন, 'উনার বয়স ৭৬ বছর। উনার আরও যেসব জটিলতা আছে, সেগুলো মাথায় রেখে সুচিকিৎসা নিশ্চিত করতে একটা ডেডিকেটেড ডেভেলপড সেন্টার প্রয়োজন আছে বলে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড প্রাইমারিলি অপিনিয়ন দিয়েছেন।'

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'আপনারা নিশ্চিত থাকুন যে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একদম সুস্থ আছেন। কিছুক্ষণ আগে তার সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কথা বলেছেন, তার ভাই (শামীম ইস্কান্দার) কথা বলেছেন। ডাক্তার সাহেব যে ২ জন ছিলেন তারা আমাকে নিশ্চিত করেছেন যে, তিনি সুস্থ আছেন, ভালো আছেন।'

'তিনি বিপদমুক্ত। সি ইজ আউট অব এভরিথিং। কোনো রকম বিপদের সম্ভাবনা নেই বলে তারা মনে করছেন,' যোগ করেন তিনি।

খালেদা জিয়ার অবস্থা খারাপ বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের কথা বলা হলে মির্জা ফখরুল বলেন, 'এটা অত্যন্ত দুঃখজনক। এত দায়িত্বজ্ঞানহীন মিডিয়া কেন হবে ভাই? হোয়াই? দে মাস্ট কনফার্ম। জিজ্ঞেস করতে হবে যারা কাজ করছেন তাদেরকে, আমাকে অথবা ডাক্তার সাহেবদেরকে। তা না করে একটা বলে দিলে হয়ে গেল? এটা ঠিক না।'

কয়েকদিন জ্বর অনুভব করার পর গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন।

Comments

The Daily Star  | English

Taka to trade more freely by next month

Bangladesh will introduce a crawling peg system by next month to make the exchange rate more flexible and improve the foreign currency reserves, a key prescription from the International Monetary Fund.

12h ago