উড়োজাহাজের ধাক্কায় গরুর মৃত্যু: বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী তৈরির সুপারিশ

কক্সবাজার বিমানবন্দরের চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরির সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
কক্সবাজার বিমানবন্দর। ছবি: উইকিপিডিয়া

কক্সবাজার বিমানবন্দরের চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরির সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের ধাক্কায় গতকাল দুটি গরুর মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে কমিটি আজ বুধবার এ সুপারিশ করে।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। বৈঠকে কমিটি গরুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ইএ-৪৩৮) ৯৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজের একটি ডানায় গরু দুটির আঘাত লাগে।

Comments

The Daily Star  | English

Taka to trade more freely by next month

Bangladesh will introduce a crawling peg system by next month to make the exchange rate more flexible and improve the foreign currency reserves, a key prescription from the International Monetary Fund.

3h ago