দুর্নীতি মামলায় হাজী সেলিমের খালাসের রায় চ্যালেঞ্জ করে দুদকের আপিল

হাজী সেলিম। ফাইল ফটো

আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা দুর্নীতি মামলায় হাইকোর্টের খালাসের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদক আইনজীবী খুরশীদ আলম খান সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ আবেদন জমা দেন।

মামলায় এর আগে বিচারিক আদালত হাজি সেলিমকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন।

খুরশীদ আলম খানের করা আপিলে ৩ বছরের কারাদণ্ড বহাল রাখার আবেদন করা হয়।

একই মামলায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার ১০ বছরের কারাদণ্ড পাওয়া সত্ত্বেও তিনি গত ৩০ এপ্রিল ব্যাংককের উদ্দেশে রওনা হন। তার বিদেশ ভ্রমণের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপনের পর ৫ মে দেশে ফেরেন তিনি।

আপিলের বিষয়ে আইনজীবী খুরশীদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'হাজী মো. সেলিমের অপরাধ যথাযথভাবে বিবেচনা না করে হাইকোর্ট তার কারাদণ্ড বহাল রাখেননি।'

আবেদন করা হলেও আপিল বিভাগ শুনানির জন্য এখনো কোনো তারিখ নির্ধারণ করেননি বলে জানান তিনি।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদকের করা এ দুর্নীতির মামলায় হাজী মো. সেলিমকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায় ২০২১ সালের ৯ মার্চ বহাল রাখার আদেশ দেন হাইকোর্ট।

আয়ের জ্ঞাত উৎসের বাইরে ১৪ কোটি ৬৫ লাখ টাকার সম্পদ অর্জনের দায়ে ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের এই সংসদ সদস্যকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল।

তবে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে নিম্ন আদালতের ৩ বছরের কারাদণ্ডের আদেশ বাতিল করে দেন হাইকোর্ট।

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট রায়ের অনুলিপি পাওয়ার পর দুর্নীতি মামলায় হাজী সেলিমকে ৩০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

আগামী ২৪ মে ৩০ দিন শেষ হবে বলে জানিয়েছেন হাজি সেলিমের আইনজীবী সৈয়দ আহমেদ রাজা।

তিনি জানান, হাজী সেলিম ১৬ মে সুপ্রিম কোর্টে জামিনের জন্য আপিল করতে পারেন।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

11h ago