অপরাধ ও বিচার

পি কে হালদারকে মঙ্গলবার কলকাতার আদালতে হাজির করা হতে পারে

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার প্রশান্ত কুমার (পি কে) হালদারকে আগামীকাল মঙ্গলবার কলকাতার একটি আদালতে হাজির করা হতে পারে।
শনিবার পি কে হালদারকে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করে। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার প্রশান্ত কুমার (পি কে) হালদারকে আগামীকাল মঙ্গলবার কলকাতার একটি আদালতে হাজির করা হতে পারে।

বাংলাদেশের ডেপুটি হাইকমিশন সূত্র সোমবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

আগামীকাল তাকে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে আদালতে হাজির করা হবে বলে সূত্র জানায়।

আদালতে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অবশ্য পি কে হালদারের রিমান্ডের মেয়াদ বাড়ানোর আবেদন জানাবে বলে মনে করা হচ্ছে।

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পি কে হালদারকে গত শনিবার দুপুরে গ্রেপ্তার করে ইডি।

বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করা পি কে হালদারকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ডে নেয় ইডি।

ইডি জানিয়েছিল, পশ্চিমবঙ্গ থেকে রেশন কার্ড, ভারতীয় ভোটার আইডি কার্ড, স্থায়ী অ্যাকাউন্ট নম্বর ও আধার কার্ডের মতো বিভিন্ন সরকারি পরিচয়পত্র সংগ্রহ করেছেন পি কে হালদার। তিনি জালিয়াতির মাধ্যমে এসব পরিচয়পত্র সংগ্রহ করে শিবশঙ্কর হালদার নামে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়ে পশ্চিমবঙ্গে অবস্থান করছিলেন।

Comments

The Daily Star  | English

Heatwave: Secondary schools, colleges in several districts closed tomorrow

All secondary schools, colleges, madrasas, and technical education institutions in several districts across the country including Dhaka, will be closed tomorrow due to the ongoing heatwave

22m ago