খালেদা জিয়ার বিরুদ্ধে ২ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুন পর্যন্ত স্থগিত

খালেদা জিয়া। ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা ও ১৫ আগস্ট 'ভুয়া জন্মদিন' পালনের অভিযোগে করা ২ মামলার অভিযোগ গঠনের শুনানি ১৪ জুন পর্যন্ত স্থগিত করেছেন ঢাকার একটি আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নুর এ আদেশ দেন বলে আদালত সূত্র দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছে।

মামলা ২টির শুনানি স্থগিত চেয়ে খালেদার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার আজ আদালতে পৃথক ২টি আবেদন করেন।

এ নিয়ে আসামিপক্ষ এ মামলার শুনানি পেছাতে ১৭ বার আবেদন করল।

আবেদনে আইনজীবী বলেন, 'অসুস্থতার কারণে খালেদা জিয়া আদালতে হাজির হতে পারছেন না। তাছাড়া তার নড়াচড়া করার মতো অবস্থা নেই। তাই শুনানি স্থগিত করা উচিত।'

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত অস্থায়ী আদালতে শুনানির সময় মামলার অভিযোগকারীরা উপস্থিত ছিলেন না।

দেশের মানচিত্র ও জাতীয় পতাকা 'অবমাননার' দায়ে খালেদা জিয়া ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর আওয়ামী লীগপন্থী সংগঠন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক ঢাকার একটি আদালতে একটি মামলা করেন।

পরে জিয়াউর রহমানের নাম অভিযোগ থেকে বাদ দেন আদালত।

এছাড়া ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে 'ভুয়া জন্মদিন' পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার আরেকটি আদালতে অপর মামলাটি করেন।

এগুলো ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলা ঢাকার অপর ৩টি আদালতে বিচারাধীন।

সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে থাকা খালেদা জিয়া এখন তার গুলশানের বাসায় অবস্থান করছেন।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago