আগ্রহী নই, তবে বাস্তবতা মেনে পুতিনের সঙ্গে কথা বলতেই হবে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে আগ্রহী নয়। তবে যুদ্ধ বন্ধ করার জন্য তার সঙ্গে কথা বলা প্রয়োজনীয় হওয়ায় ইউক্রেনকে বাস্তবতার মুখোমুখি হয়ে কথা বলতেই হবে।  
ইউক্রেন-রাশিয়া
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে আগ্রহী নয়। তবে যুদ্ধ বন্ধ করার জন্য তার সঙ্গে কথা বলা প্রয়োজনীয় হওয়ায় ইউক্রেনকে বাস্তবতার মুখোমুখি হয়ে কথা বলতেই হবে।  

আজ শুক্রবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জেলেনস্কি বলেন, 'রাশিয়ার নেতার সঙ্গে আলোচনা করার মতো বিষয় আছে। আমি বলছি না যে, আমাদের জনগণ তার সঙ্গে কথা বলতে আগ্রহী। তবে আমাদের বাস্তবতার মুখোমুখি হতে হবে।' .

'তার সঙ্গে হওয়া বৈঠকের মাধ্যমে আমরা আমাদের জীবন ফিরে পেতে চাই, নিজ ভূখণ্ডে একটি সার্বভৌম দেশের প্রাণ পুনরুদ্ধার করতে চাই', যোগ করেন তিনি।  

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া এখনও গুরুত্ব দিয়ে শান্তি আলোচনা করতে প্রস্তুত বলে মনে করছেন না তিনি।

Comments