লরি ফেটে সড়কে সয়াবিন তেল, সংগ্রহে ব্যস্ত স্থানীয়রা
সড়ক দুর্ঘটনায় সয়াবিন তেলবাহী একটি লরির একাংশ ফেটে যায়। ফাটল দিয়ে তেল বেরিয়ে এলে, তা সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয়রা।
রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা-চান্দিনা সংলগ্ন দেবীদ্বার উপজেলার কুরছাপ এলাকায় এ ঘটনা ঘটে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাসুদ আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'দুর্ঘটনাকবলিত লরি উদ্ধার করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে রাখা হয়েছে।'
তেল বিকল্প ব্যবস্থায় সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সয়াবিন তেলবাহী ওই লরির পেছনের অংশ আরেকটি গাড়ির ধাক্কায় ফেটে গিয়ে লরি থেকে তেল পড়তে থাকে। প্রায় ৬-৭ কিলোমিটার যাওয়ার পর চালক বুঝতে পারেন তেল পড়ছে।
খবর পেয়ে তেল সংগ্রহ করতে মহাসড়কে ভিড় করেন শতাধিক স্থানীয় নারী-পুরুষ।
স্থানীয় জুয়েল খন্দকার জানান, লরির ফেটে যাওয়া অংশ থেকে তেল সংগ্রহের চেষ্টা করেন স্থানীয়রা। অনেকে সড়ক থেকে মুছে বালতিতে করে তেল সংগ্রহ করেছেন।
মহাসড়কে সয়াবিন তেল সংগ্রহ করতে যান স্থানীয় বাসিন্দা আবু ফয়েজ খান। তিনি জানান, সয়াবিন তেল পড়ে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহী পিছলে যান।
Comments