ধান-চালের অবৈধ মজুত: দেশব্যাপী অভিযানে খাদ্য মন্ত্রণালয়ের ৮ দল

স্টার ফাইল ফটো

ধান ও চালের অবৈধ মজুত বন্ধ করতে খাদ্য মন্ত্রণালয়ের ৮টি দল মাঠপর্যায়ে অভিযানে নেমেছে।

খাদ্য মন্ত্রণালয়ের জসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সোমবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সচিবালয়ে তার অফিস কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কামাল হোসেন বলেন, 'মন্ত্রিপরিষদের গতকালের বৈঠকের পর আজ মঙ্গলবার থেকে ৮টি দল মাঠে কাজ করছে। তারা দেশব্যাপী অভিযান চালাবে। অবৈধ মজুত করে কৃত্রিম খাদ্য সংকট তৈরি করা হচ্ছে কি না, অভিযান চালিয়ে টিমের সদস্যরা তা খতিয়ে দেখবেন।'

এদিকে এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ে একটি নিয়ন্ত্রণকক্ষও খোলা হয়েছে। নিয়ন্ত্রণকক্ষে অবৈধ মজুতের তথ্য জানাতে +৮৮০২২২৩৩৮০২১১৩,০১৭৯০৪৯৯৯৪২ ও ০১৭১৩০০৩৫০৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে খাদ্য মন্ত্রণালয়।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

53m ago