মজুতদারি ধর্মেও হারাম: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, ‘সিন্ডিকেট ভাঙার ব্যাপারে কোনো ভয় নেই। ইনশাল্লাহ আমরা দ্রুতই সিন্ডিকেট ভেঙে দেব৷ এখন ভয় পাবে মজুতদাররা, যারা মজুতদারি করে তাদেরকে রোধ করতে হবে৷ মজুতদারি ধর্মেও হারাম।’
আব্দুস শহীদ। ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, 'সিন্ডিকেট ভাঙার ব্যাপারে কোনো ভয় নেই। ইনশাল্লাহ আমরা দ্রুতই সিন্ডিকেট ভেঙে দেব৷ এখন ভয় পাবে মজুতদাররা, যারা মজুতদারি করে তাদেরকে রোধ করতে হবে৷ মজুতদারি ধর্মেও হারাম।'

আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক গণসংবর্ধনায় এ কথা বলেন কৃষিমন্ত্রী৷

তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে মন্ত্রী বলেন, 'আমরা জানি দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সবসময় একটি সিন্ডিকেট কাজ করে৷ এই সিন্ডিকেট ভাঙার জন্য বিভিন্ন পদ্ধতি আমরা খুঁজে বের করার চেষ্টা করছি৷'

সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় সব ধরনের সাহায্য সহযোগিতা করবে উল্লেখ করে তিনি বলেন, 'দেশের মোট জিডিপির ৮০ শতাংশ কৃষিখাতের উপর নির্ভরশীল। উৎপাদন বাড়ানোর জন্য কৃষকদের ভালো বীজের প্রয়োজন, ভালো সারের প্রয়োজন এবং অন্যান্য বিভিন্ন উপকরণের প্রয়োজন। কোনো অবস্থাতেই এসব সরবরাহে কার্পণ্য করা হবে না৷ প্রয়োজনের চেয়ে বেশি কৃষিউপকরণ যাতে কৃষকরা পান সে ব্যাপারে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি।'

মন্ত্রী আরও বলেন, 'কৃষি মন্ত্রণালয় একটি অনেক বড় মন্ত্রণালয়। গ্রাম-গঞ্জে একবারে প্রান্তিক পর্যায়ে এই মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন। তাই কৃষকরা যে কোনো সময় আমাদের কাছে আসতে পারেন। আমাদের দুয়ার কৃষকদের জন্য সবসময় খোলা৷'

গণসংবর্ধনায় মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

Comments

The Daily Star  | English

Ratan Tata no more

The 87-year-old industrialist was admitted to Breach Candy Hospital for age-related ailments

10m ago