সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৪১: চমেক

ছবি: স্টার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা ৪১ বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শামীম আহসান বলেন, 'এ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা ৪১ জনের মরদেহ রিসিভ করেছি। তাদের মধ্যে আনেকেরই গতকাল পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে গেছে।'

তিনি আরও বলেন, মোটামুটিভাবে আমরা যে হিসাব করেছি, বেসামরিক হাসপাতালসহ আমাদের হাসপাতালে এ মুহূর্তে মোট ১৩০ জন ভর্তি আছেন।' 

ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান সংবাদ সম্মেলনে বলেন, 'গত পরশু রাত থেকে কেমিক্যাল বার্নের রোগীরা আমাদের হাসপাতালে আসতে শুরু করে। হাসপাতালের সব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা রোগীর সেবায় জীবন বাজি রেখে একযোগে কাজে নেমে পড়েন । আমরা এখন পর্যন্ত ২১০ জন রোগীর সেবা দিয়েছি। তাদের মধ্যে ১৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখন পর্যন্ত ১০২ জন ভর্তি আছেন।'

 'আমাদের হাসপাতাল ছাড়াও সিএমএইচ চট্টগ্রামে ১৪ জন, চট্টগ্রাম জেলা হাসপাতালে ২ জন এবং আমাদের জানামতে বেসামরিক হাসপাতালে ১১ জন ভর্তি আছেন। তাদের মধ্যে চমেকের আইসিইউতে আছেন ২ জন, জেলা হাসপাতালে ২ জন ও সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে আছেন ১ জন।'

তিনি আরও বলেন, 'যারা আইসিইউতে আছেন তারা সবাই মরণাপন্ন রোগী এবং তারা গুরুতরভাবে আহত।'

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Remittance rises 30% in July

Migrants sent home $2.47 billion in the first month of the current fiscal year

5h ago