সীতাকুণ্ডে দগ্ধ ডিপো কর্মকর্তা খালেদুর করোনায় আক্রান্ত

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড-বিস্ফোরণে দগ্ধ খালেদুর রহমানের (৫৮) করোনা শনাক্ত হয়েছে। দগ্ধ অবস্থায় তিনি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
বার্ন ইনস্টিটিউট
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভবন। ফাইল ছবি

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড-বিস্ফোরণে দগ্ধ খালেদুর রহমানের (৫৮) করোনা শনাক্ত হয়েছে। দগ্ধ অবস্থায় তিনি শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল রাত সাড়ে ১০টায় এসএমএস পেলে জানা যায় খালেদুর করোনায় আক্রান্ত। পরে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। আগুনে তার শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।

খালেদুর বিএম কনটেইনার ডিপোর প্রশাসনিক কর্মকর্তা। তার মেয়ের জামাই মিনহাজুর রহমান জানান, বিএম ডিপোর প্রশাসনিক কর্মকর্তা খালেদুর পরিবার নিয়ে থাকেন চট্টগ্রামের মোজাফফর নগরে।

Comments