সাভারে সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে আ. লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ

সাভার
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

সাভারে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে যুবলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে।

আজ শুক্রবার দুপুরে আশুলিয়ার জামগড়া রূপায়ন মাঠ এলাকায় আওয়ামী লীগ নেতা রনি আহম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা জয়নাল ও তার সহযোগীদের হামলায় রনিসহ ৩ জন আহত হয়েছেন।

রনি আহম্মেদ ইয়ারপুরের ওয়ার্ড আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার দুপুরে আমি ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ স্থানীয় সাবেক যুবলীগ নেতা জয়নালের নেতৃত্বে রুবেল, ইমনসহ ২০-২৫ জনের একটি দল বাড়ির ভেতরে প্রবেশ করে।'

তিনি জানান, তারা কক্ষে প্রবেশ করে লোহার রড, পাইপ দিয়ে পিটিয়ে তাকে আহত করে। এক পর্যায়ে তারা কক্ষে ভাঙচুর চালায় ও বিছানার নিচে থাকা নগদ ৩ লাখ টাকা লুট করে।

এ সময় বাধা দিতে গেলে ওই বাড়ির ভাড়াটিয়া তাছলিমা ও শাহিনকে হামলাকারীরা মারধর করে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, 'জানানো হলে পুলিশ বাসায় এসেছিল। আমি থানায় লিখিত অভিযোগ করব।'

রনির পারিবারিক সূত্রে জানা যায়, সাবেক যুবলীগ নেতা জয়নালের ছোট ভাইয়ের সঙ্গে রনির পূর্ব বিরোধ ছিলো। ইট, বালু ব্যব্যসায়ী রনির কাছে জয়নাল চাঁদা দাবি করতেন।

জয়নাল ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা বলে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান নিশ্চিত করেছেন।

হামলার বিষয়ে জানতে চাইলে সাবেক যুবলীগ নেতা জয়নাল ডেইলি স্টারকে বলেন, 'দুপুরে কয়েকজন লোক নিয়ে রনির বাড়িতে যাই। এ সময় হাতাহাতি হয়।'

তবে ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) তানিম হোসেন ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলার সময় ওই বাড়ির সিসিটিভির ফুটেজও পাওয়া গেছে।'

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
asif nazrul election statement

'We will leave in February'

'We're determined to hold the election in February,' says Asif Nazrul

3h ago