টিপু-প্রীতি হত্যা মামলা: আ. লীগ নেতাসহ ৩ আসামি আবারও রিমান্ডে

নিহত টিপু ও প্রীতি। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজশিক্ষার্থী সামিয়া আফরান জামাল প্রীতি হত্যার ঘটনায় করা মামলায় এক আওয়ামীলীগ নেতাসহ ৩ জনের আরও ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর এ আদেশ দেন।

এই ৩ আসামি হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক (৫২), নাসির উদ্দিন ওরফে কিলার নাসির (৩৮) এবং মোরশেদুল আলম ওরফে কায়লা পলাশ (৫১)।

তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে করা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন শিকদার আবেদনের পর আদালত তাদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একই মামলায় এই ৩ জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।

আজকের রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহের জন্য ৩ আসামিকে মূল সন্দেহভাজন সুমন শিকদার ওরফে মুসার মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করতে হবে।

মামলায় মুসা এখন ৬ দিনের রিমান্ডে আছেন।

গত ৯ জুন ৪৩ বছর বয়সী মুসাকে ওমান থেকে দেশে ফিরিয়ে আনে পুলিশ। ডিবি সূত্র জানায়, ওমান পুলিশ ১২ মে মুসাকে গ্রেপ্তার করে।

গত ২৪ মার্চ রাতে শাহজাহানপুরের আমতলী এলাকায় হেলমেটধারী আততায়ীর গুলিতে নিহত হন টিপু। সে সময় গাড়ির কাছেই রিকশায় থাকা বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতিও গুলিতে নিহত হন।

এ ঘটনায় টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

টিপু হত্যার আগেই ১২ মার্চ খুন ও অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার মামলাসহ মোট ১১টি মামলার আসামি মুসা দুবাই পালিয়ে যান।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

45m ago