সরকারি কর্মকর্তাদের পাচার করা সম্পদের তদন্ত করবে দুদক

সরকারি কর্মকর্তাদের বিদেশে পাচার করা সম্পদের তদন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) করবে।

সরকারি কর্মকর্তাদের বিদেশে পাচার করা সম্পদের তদন্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) করবে।

আজ মঙ্গলবার দুদক সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

তিনি বলেন, 'দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। দুদক যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের তদন্ত করবে।'

গত বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিদেশে পাচার করা অর্থের ওপর কর পরিশোধ করে তা বৈধ দেখানোর প্রস্তাব করেন।

এ বিষয়ে দুদকের অবস্থান জানতে চাইলে দুদক সচিব এ কথা বলেন।

তিনি আরও বলেন, 'ওই প্রস্তাবের কোনো গেজেট এখনো পাইনি। এটা পেলেই কমিশন সিদ্ধান্ত নেবে।'

Comments