গাজীপুরে অ্যাপারেলস প্লাস পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের ভোগড়া এলাকায় বর্ষা সিনেমা হলের পাশে অ্যাপারেলস প্লাস লিমিটেড পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আগুনে পুড়ছে অ্যাপারেলস প্লাস লিমিটেড পোশাক কারখানা। ছবি: সংগৃহীত

গাজীপুরের ভোগড়া এলাকায় বর্ষা সিনেমা হলের পাশে অ্যাপারেলস প্লাস লিমিটেড পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

এর আগে, সকাল সাড়ে ৭টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কারখানার সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'কারখানার ৭ তলা ভবনের চতুর্থ তলার কাটিং সেকশনে সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে। ওই তলায় ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিনসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে। মুহূর্তেই আগুন সেকশন জুড়ে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।'

'তবে আগুন লাগার খবর পাওয়ার পরপরই শ্রমিকরা ভবন ছেড়ে নিচে নেমে আসতে পেরেছেন। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি', বলেন তিনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া ডেইলি স্টারকে বলেন, 'ভোগড়া বাইপাস এলাকার অ্যাপারেলস প্লাস লিমিটেড কারখানা ভবনের কাটিং সেকশনে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর ও আগুন লাগার কারণ জানা যায়নি।'

Comments