সহিংসতা ছাড়াই কুমিল্লা সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

কোনো ধরনের নির্বাচনী সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ। 
ছবি: স্টার

কোনো ধরনের নির্বাচনী সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ। 

আজ বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ চলাকালে রিটার্নিং অফিসার মো. শাহেদুন্নবী চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, 'বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। এ সময়ের আগে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া ভোটাররা ভোট দেওয়ার সুযোগ পাবেন।'

তিনি আরও বলেন, 'বিশ্লেষণে দেখা গেছে প্রায় ৩৬ শতাংশ ভোট পড়েছে।'

দ্য ডেইলি স্টার সংবাদদাতা দেখেছেন, শহরের ভোট পড়েছে প্রায় ৩০ শতাংশ এবং সদরের দক্ষিণের কেন্দ্রগুলোতে ভোট পড়েছে প্রায় ৫০ শতাংশ।

চৌয়ারা ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মমিনুল ইসলাম জানান, চৌয়ারা মাদ্রাসা কেন্দ্রে ৫৫ শতাংশ এবং ওয়াইডব্লিউসিএ স্কুল কেন্দ্রে ৩০ শতাংশ ভোট পড়তে পারে। 

প্রিজাইডিং অফিসার খালেদুনও একই তথ্য জানান। 

সকালের দিকে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু অভিযোগ করেন, কালিয়াজুরী ও কাপ্তানবাজার ভোটকেন্দ্রে দুটি ইভিএম মেশিন কাজ করছে না। ইসিকে নির্দেশ দেওয়া হয় সেগুলো প্রতিস্থাপন বা সমাধান করতে।

কুমিল্লা শিল্পকলা একাডেমিতে ভোটকেন্দ্রের ফলাফল গণনা শুরু হয়েছে। যেখানে রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করবেন।

 

 

Comments