‘বাবা আমার কাছে বিশাল এক আকাশের নাম’

বাবার সঙ্গে বিদ্যা সিনহা মিম। ছবি: সংগৃহীত

বিদ্যা সিনহা মিম শোবিজের পরিচিত মুখ। নাটক ও সিনেমায় অভিনয় করে পেয়েছেন দর্শকদের ভালোবাসা। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজ রোববার বাবা দিবস উপলক্ষে বাবাকে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন মিম।

মিম বলেন, 'বাবা দিবসে সব বাবার প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান। আর আমার বাবার জন্য আশীর্বাদ। বাবা সুস্থ থাকুক এবং অনেক বছর বেঁচে থাকুক এটাই চাওয়া। বাবার হাসিমুখ দীর্ঘকাল দেখতে চাই। সত্যি বলতে বাবাকে কতটা ভালোবাসি তা ছোট্ট পরিসরে বলে শেষ করা যাবে না।'

তিনি বলেন, 'আমি যা অর্জন করেছি তার পুরো কৃতিত্ব বাবা ও মায়ের। তবে আজ যেহেতু বাবা দিবস, তাই বাবাকে নিয়েই বলছি। শোবিজে কাজের ব্যাপারে বাবার সমর্থন পেয়েছি শতভাগ। কখনোই বাবা আমার কাজকে ছোট করে দেখেননি। সবসময় বাবা আমার কাজকে বড় করে দেখেছেন। আমাকে প্রচণ্ডভাবে উৎসাহ দিয়েছেন।'

ছবি: সংগৃহীত

এই অভিনেত্রী বলেন, 'মনে পড়ে, স্কুল জীবনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেও বাবার ছিল ভীষণ উৎসাহ। আমার বাবা এমনই। অনেক বড় মনের মানুষ। বাবা কলেজে অধ্যাপনার পাশাপাশি আমাদের ২ বোনকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। বাবার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই।'

'বড় হয়ে শোবিজে কাজ শুরু করি। বাবা আমাকে সাহস দিয়েছেন। ভরসার জায়গায় বাবা ছিলেন সবসময়। এখনো বাবা আমাকে আগের মতোই সাহস ও সমর্থন দিয়ে আসছেন। অসহযোগিতা শব্দটি আমাদের পরিবারের ডায়েরিতে নেই', বলেন তিনি।

ছবি: সংগৃহীত

মিম বলেন, 'একটি ঘটনা বলি। বাবা কেমন মানুষ তা বলি। বাবা বাইরের জুস তেমন একটা পছন্দ করেন না। বাবা নিজে জুস বানিয়ে খাওয়ান আমাকে। এখনো এই কাজটি করেন। তারপর আউডটোরে শুটিংয়ে যদি মাকে সঙ্গে নিয়ে যাই, বাবা বাসা থেকে সবকিছু ব্যবস্থা করে দেন। আবার যখন বাইরে থাকি- সময়মত খেয়েছি কিনা, শরীরের যত্ন নিয়েছি কিনা এসবের খোঁজ নেন, প্রচুর কেয়ার করেন।'

'কাজেই বাবার কথা বলে শেষ করা যাবে না। বাবা আমার কাছে বিশাল এক আকাশের নাম। যে আকাশ ভরা আছে শুধু ভালোবাসা আর ভালোবাসায়। আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা', যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

8m ago