ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল: প্রাইভেটকার ১৪০, মোটরসাইকেল ৩০ টাকা

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে। স্টার ফাইল ছবি

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিভিন্ন যানবাহনের জন্য টোল নির্ধারণ করেছে সরকার। আজ বুধবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বিভিন্ন যানবাহনের জন্য নির্ধারিত টোল উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করেছে।

এর মধ্যে সর্বোচ্চ ১৬৯০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে মালামাল পরিবহনকারী ট্রেইলারের জন্য। আর সর্বনিম্ন টোল মোটরসাইকেলের ৩০ টাকা।

এছাড়া, হেভি ট্রাক ১১০০ টাকা, মিডিয়াম ট্রাক ৫৫০ টাকা, বড় বাস ৪৯৫ টাকা, মিনি ট্রাক ৪১৫ টাকা, মিনিবাস বা কোস্টার ২৭৫ টাকা, মাইক্রোবাস ২২০ টাকা, ফোর হুইলার যানবাহনের জন্য ২২০ টাকা ও সেডান কার বা প্রাইভেট কারের জন্য ১৪০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

আগামী ১ জুলাই থেকে এই এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য যানবাহন থেকে টোল নেওয়া হবে।

এর ফলে ব্যয় বাড়বে সড়কটিতে চলাচলকারী যানবাহনের।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

11h ago