প্রমাণ সংগ্রহ করতে জুবায়েরের বেঙ্গালুরুর বাসভবনে পুলিশ

মোহাম্মদ জুবায়ের। ছবি: সংগৃহীত

২০১৮ সালের যে টুইটের জন্য ভারতের অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা জুবায়েরকে গ্রেপ্তার করা হয়েছে তা তদন্তে দিল্লি পুলিশের ৪ সদস্যের একটি দল জুবায়েরকে নিয়ে তার বেঙ্গালুরুর বাসভবনে পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার তারা বেঙ্গালুরুতে যান।

দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'আমাদের ৪ সদস্যের দল বর্তমানে পুলিশ হেফাজতে থাকা জুবায়েরকে নিয়ে বেঙ্গালুরুতে তার বাড়িতে পৌঁছেছে। পুলিশ সদস্যরা মামলার সঙ্গে সম্পর্কিত ইলেকট্রনিক্স প্রমাণ সংগ্রহ করার জন্য সেখানে গেছেন। এর মধ্যে রয়েছে জুবায়েরের মোবাইল ফোন বা ল্যাপটপ যা তিনি আপত্তিকর টুইটটি পোস্ট করার জন্য ব্যবহার করেছেন।'

গত বুধবার জুবায়েরের অ্যাকাউন্টের বিবরণ ও অন্যান্য আর্থিক লেনদেনের তথ্য চেয়ে বেশ কয়েকটি ব্যাংককে চিঠি দিয়েছে পুলিশ।

ওই কর্মকর্তা আরও বলেন, পোর্টালের সহ-প্রতিষ্ঠাতা যে মোবাইল ফোনটি ব্যবহার করছেন তা ফরম্যাট করা হয়েছে এবং এতে মামলা সংক্রান্ত কোনো তথ্য নেই।

পুলিশ জানিয়েছে, জুবায়ের বলেছেন আপত্তিকর টুইটটি পোস্ট করার সময় যে ফোনটি ব্যবহার করা হয়েছিল তা তিনি হারিয়ে ফেলেছেন।

Comments