হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে হালদা নদী থেকে বিপন্ন প্রজাতির একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

হালদা নদীর গবেষক অধ্যাপক মনজুরুল কিবরিয়া জানান, স্থানীয় লোকজন আজ বুধবার দুপুর ২টার দিকে রাউজান উপজেলার হালদা নদী সংলগ্ন আজিমেরঘাট এলাকা থেকে স্তন্যপায়ী প্রাণীটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডলফিনটির দৈর্ঘ্য ৯০ ইঞ্চি। এটির ঠোঁট কাটা অবস্থায় পাওয়া গেছে এবং এর মৃত্যুর কারণ জানা যায়নি।'

এ নিয়ে ২০১৭ সাল থেকে হালদা মোট ৩৭টি ডলফিন হারিয়েছে বলে জানান তিনি। 

দক্ষিণ এশিয়ায় হালদা নদী কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননস্থল হিসেবে পরিচিত।

এর আগে গত ১৪ জুলাই হালদা নদী থেকে আরেকটি বিপন্ন প্রজাতির মৃত ডলফিন উদ্ধার করা হয় । 

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

14m ago