‘সত্যি আবেগপ্রবণ হয়ে পড়েছি’

তারিন। ছবি: স্টার

টেলিভিশন নাটকের তারকা অভিনেত্রী তারিন। ৩ দশক ধরে অভিনয় করছেন তিনি। সংশপ্তক ধারাবাহিকে  অভিনয় করে শিশুশিল্পী হিসেবে আলোচনায় আসেন তিনি। সেই যে পথচলা শুরু আর কখনো পিছনে ফিরতে হয়নি তাকে। আজ ২৬ জুলাই তারিনের জন্মদিন।

তারিন। ছবি: স্টার

দীর্ঘ অভিনয় জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছেন তারিন। তিনি বলেন, 'এটাকে সৌভাগ্য বলব। প্রচুর সাহিত্যনির্ভর নাটকে অভিনয় করার সুযোগ হয়েছে এবং সেসব নাটক দর্শক মহলে প্রশংসিত হয়েছে।'

তারিনের জন্মদিন কাটছে ভক্তদের, কাছের মানুষদের এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায়। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। তারিন বলেন, 'এত এত মানুষের ভালোবাসা পেয়ে সত্যি আবেগপ্রবণ হয়ে পড়েছি। সবার কাছে কৃতজ্ঞতা।

তারিন। ছবি: স্টার

তিনি আরও বলেন, 'জন্মদিনে বাবার কথা খুব মনে পড়ছে। বাবাকে ভীষণ মিস করছি।'

বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন তারিন। নতুন একটি ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়া গত ঈদে তার অভিনীত সুপার ভাবি ওয়েব সিরিজ দর্শকপ্রিয়তা পেয়েছে। একইসঙ্গে তার অভিনীত উত্তরাধিকারী ও সাহসিকা-টু ভালো প্রশংসিত হয়েছে। তারিন অভিনীত নতুন ধারাবাহিক নাটক নির্দোষ প্রচার শুরু হয়েছে গ্লোবাল টিভিতে।

তারিন তার দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ২টি সিনেমায় অভিনয় করেছেন। হৃদি হকের পরিচালনায় '১৯৭১ সেইসব দিন' সিনেমার শুটিং কিছুদিন আগে শেষ হয়েছে। এছাড়া, প্রথমবারের মতো ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির নাম 'এটা আমাদের গল্প'। পরিচালনা করেছেন মানসী সিনহা।

তারিন। ছবি: স্টার

অভিনয় ছাড়াও নৃত্যশিল্পী হিসেবেও সমান জনপ্রিয় তারিন। গানও করেন। তার প্রথম একক অ্যালবাম 'আকাশ দেব কাকে' শ্রোতাদের কাছে বেশ সাড়া পেয়েছিল।

তারিনের জন্মদিনে সহশিল্পী মোশাররফ করিম বলেন, 'তারিন অসম্ভব ভালো অভিনেত্রী । মানুষ হিসেবে আরও অসাধারণ। তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে সংলাপ দিতে স্বাচ্ছদ্যবোধ করি।'

তারিন। ছবি: স্টার

মাহফুজ আহমেদ বলেন, 'তারিনের সঙ্গে অনেক নাটকে অভিনয় করেছি। আমার দেখা অন্যতম সেরা অভিনয়শিল্পীদের একজন তিনি। যে কোনো চরিত্রে মিশে যাওয়ার দক্ষতা আছে তার।'

চঞ্চল চৌধুরী বলেন, 'তারিন অনেক বড় মাপের শিল্পী। সহশিল্পী বা মানুষকে আপন করে নেওয়ার দারুণ ক্ষমতা আছে তার। জন্মদিনে শুভকামনা ও আশীর্বাদ।'

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

1h ago