পাকিস্তানি মুদ্রার দরপতন, ১ ডলারে ২৩৩ রুপি

ডলারের দাম
রয়টার্স ফাইল ফটো

ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দরপতন অব্যাহত আছে। আজ মঙ্গলবার আন্তঃব্যাংক বাজারে ডলারের তুলনায় পাকিস্তানি মুদ্রার দর সর্বকালের সর্বনিম্ন প্রায় ২৩৩ রুপিতে পৌঁছেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডন বলছে, গতকাল ডলার প্রতি ২২৯.৮৮ রুপি থেকে আজ ২৩২.৯৩ রুপিতে পৌঁছেছে বলে জানিয়েছে স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি)।

মেটিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাছির ডনকে বলেন, তেলের জন্য লেটার অব ক্রেডিট (এলসি) পেমেন্টের কারণে রুপির দরপতন অব্যাহত আছে। এমন সময়ে এসবিপি বিনিময় হারের অস্থিরতা নিয়ন্ত্রণে বাজারে রিজার্ভ ছাড়তে অনিচ্ছুক। অন্যদিকে রপ্তানিকারকরা মুনাফা অর্জনে আরও আগ্রহী হয়ে উঠছে। তারা রুপির অবমূল্যায়ন থেকে অতিরিক্ত আয়ের জন্য জাতীয় স্বার্থ ত্যাগ করছে।

তিনি আরও বলেন, রপ্তানিকারকরা ব্যাংক থেকে সর্বাধিক এলসি সীমা ব্যবহার করছে।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago