ভর্তিচ্ছুদের বিক্ষোভে আড়াই ঘণ্টা পর রাজশাহী থেকে ছাড়ল পদ্মা এক্সপ্রেস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষার্থীদের বিক্ষোভের কারণে রাজশাহী রেলস্টেশনে আড়াই ঘণ্টা আটকে ছিল ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস। পরে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
ভর্তি পরীক্ষা শেষে ফেরার জন্য টিকেট না পেয়ে আজ বুধবার বিকেল ৪টা থেকে ট্রেনটি আটকে রেখেছিলেন ভর্তিচ্ছুরা।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রেল কর্তৃপক্ষ জানায়, পদ্মা এক্সেপ্রেসের সঙ্গে নতুন একটি বগি যোগ করার পর পরীক্ষার্থীরা ট্রেনটি ছেড়ে দেয়।
পরীক্ষার্থীদের অভিযোগ ছিল, রাজশাহী থেকে ফেরার জন্য স্টেশনের কাউন্টার থেকে কোনো টিকেট পাওয়া যাচ্ছিল না। তবে টিকেট কালোবাজারি হয়েছে এবং নির্ধারিত মূল্যের চেয়ে ৫০০-১০০০ টাকা বেশি দামে তা সংগ্রহ করতে হচ্ছে।
তবে রেল কর্মকর্তা অসীম কুমার তালুকদার জানান, তিনি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। কেউ টিকেট কালোবাজারির বিষয়ে কোনো অভিযোগ করেননি।
আগামীকালের মধ্যে পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত কোচের ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ২৫ জুলাই রাবি ভর্তি পরীক্ষা শুরু হয়ে এবং আজ ছিল ভর্তি পরীক্ষার শেষ দিন। ৩ ইউনিটের পরীক্ষায় ৪ হাজার ২০টি আসনের বিপরীতে দেড় লক্ষাধিক ভর্তিচ্ছু আবেদন করেছেন।
আবেদনকারীদের মধ্যে প্রায় ৮৮ শতাংশ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে বলে রাবি সূত্র নিশ্চিত করেছে।
Comments