‘আর পুতুরে এহন আই হন্ডে পাইয়ুম’

ছেলে জিয়াউল হক সজীবকে হারিয়ে বিলাপ করছেন মা শাহনাজ আক্তার। ছবি: স্টার

'আর পোয়া হনো দিন আরে বড় হতা ন হয়। ঝর্ণাত ন যাইবেল্লাই আই বহুত মানা গইজ্জি। কিন্তু আর হতা ন উনে। আর পুতুরে এহন আই হন্ডে পাইয়ুম।'

ছেলেকে হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন জিয়াউল হক সজীবের মা শাহনাজ আক্তার।

আজ শনিবার দুপুর ১২টার দিকে সজীবের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা ও বোন কান্নায় ভেঙে পড়েছেন। স্বজনরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

গতকাল শুক্রবার চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ হারান সজীবসহ ১১ জন।

আজ সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

জিয়াউল হক সজীব। ছবি: সংগৃহীত

সজীবের বড় বোন লিমা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার ভাই খুবই পরিশ্রমী ছিল। বাবার আর্থিক অবস্থা দুর্বল। টিউশনি করে ভাই পরিবারকে সহযোগিতা করতো।'

সজীবের বাবা আবদুল হামিদ মুদি দোকানদার। ঘরের এক কোণে বসে কাঁদছিলেন তিনি।

'ছেলে এভাবে আমাকে ফেলে যাবে কল্পনাও করতে পারিনি। যে ছেলেকে আমার লাশ কাঁধে নেওয়ার জন্য বড় করেছি, এখন তার লাশ আমাকে কাঁধে নিতে হলো', বলেন তিনি।

সজীব চট্টগ্রাম ওমরগনি এমইএস কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

 

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

10h ago