বাইডেন আবারও করোনা পজিটিভ

জো বাইডেন
জো বাইডেন। ছবি: রয়টার্স ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি 'ভালো বোধ করছেন' এবং 'সবকিছু ভালোভাবে চলছে' বলে টুইটারে ভিডিও বার্তায় জানিয়েছেন।

হোয়াইট হাউসের বরাত দিয়ে গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাইডেনকে আবারও কঠোর আইসোলেশনে রাখা হয়েছে এবং তার পূর্ব নির্ধারিত উইলমিংটন ও মিশিগান সফর বাতিল করা হয়েছে।

এতে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট গত বুধ ও বৃহস্পতিবার জন-সমাগমে অংশ নিলেও শুক্রবার কোনো অনুষ্ঠানে অংশ নেননি।

গত ২১ জুলাই করোনা পজিটিভ হওয়ার পর গত বুধবার ৭৯ বছর বয়সী বাইডেনের আইসোলেশন শেষ হয়।

হোয়াইট হাউসের এক কর্মকর্তার নাম উল্লেখ না করে প্রতিবেদনে বলা হয়, বাইডেনের আবার করোনা পজিটিভ হওয়ায় তার সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া গতকাল শুরু হয়েছে।

হোয়াইট হাউসের চিকিৎসক ড. কেভিন ও'কন্নর গণমাধ্যমকে জানিয়েছেন, বাইডেনকে ফাইজারের অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলভিড দেওয়া হয়েছিল। উচ্চ-ঝুঁকিতে থাকা বিশেষ করে বেশি বয়সের করোনা রোগীদের এই ওষুধ দেওয়া হয়।

বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, এই ওষুধ সেবনের পর খুব কম সংখ্যায় হলেও অনেকে আবারও সংক্রমিত হতে পারেন।

Comments

The Daily Star  | English

'Don't merge SIBL'

Shareholders urge BB, ministry in separate letters

2h ago