ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষ: কাল গায়েবানা জানাজা, মঙ্গলবার বিক্ষোভ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ফটো

ভোলায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক জন নিহত হওয়ার ঘটনায় দলের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আগামীকাল সোমবার সারা দেশে জেলা পর্যায়ে গায়েবানা জানাজা হবে। ঢাকায় হবে সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। পরদিন মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ হবে।

আজ রোববার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, 'ভোলায় বিক্ষোভ সমাবেশে পুলিশ অতর্কিতে হামলা ও গুলি বর্ষণ করে। এতে দক্ষিণ দিঘলদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল রহিম নিহত হন। আরও অনেকে হতাহত হয়েছে। এই ফ্যাসিবাদী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাত জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা কর্মসূচি ঘোষণা করছি।'

মির্জা ফখরুল বলেন, 'বিদ্যুতের লোডশেডিংসহ জনদুর্ভোগের বিষয়ে একটা সমাবেশের ওপর পুলিশ গুলি করে হত্যা করেছে। এটা একটা বড় ঘটনা। আমি সারা দেশের জনসাধারণকে এরকম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।'

'শান্তিপূর্ণ সমাবেশের ওপর পুলিশি হামলা ও গুলি বর্ষণের ঘটনার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রের মুখোশ উন্মোচন হয়েছে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আজকে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ হয়েছে। এটা জনগণের দাবি। এটা সরকার পরিবর্তনের কোনো আন্দোলন বা কর্মসূচি ছিল না। সেটাকেই তারা সহ্য করতে পারছে না। সেখানে তারা বিনা উস্কানিতে গুলি করেছে, আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে, হত্যা করেছে।'

Comments

The Daily Star  | English

Yunus places 7-point roadmap for Rohingya repatriation

'Time for action now,' he says at dialogue on Rohingya crisis in Cox’s Bazar

22m ago