দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশ কনস্টেবল নিহত, ওসিসহ আহত ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে পুলিশের টহল গাড়িতে থাকা এক কনস্টেবল নিহত এবং ওই থানার ওসিসহ অপর এক কনস্টেবল আহত হয়েছেন।
নিহত কনস্টেবল মনির হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসের ধাক্কায় টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে পুলিশের টহল গাড়িতে থাকা এক কনস্টেবল নিহত এবং ওই থানার ওসিসহ অপর এক কনস্টেবল আহত হয়েছেন।

আজ রোববার ভোররাতে গাজীপুরে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল মনির হোসেন (২৫) ঢাকার ধামরাই উপজেলার কান্দাপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

হাইওয়ে পুলিশের (গাজীপুর) সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভোররাত আড়াইটার দিকে মহাসড়কে নিয়মিত টহলের অংশ হিসেবে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা টুটুল কনস্টেবল মনিরকে নিয়ে কালিয়াকৈরের দিকে যাওয়ার পথে পেছন থেকে দ্রুতগতির একটি বাস তাদের বহনকারী পিকআপে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা কনস্টেবল মনির ছিটকে রাস্তায় পড়ে যান এবং ওসি টুটুল ও চালক আলতাফ হোসেন ভেতরে আটকা পড়েন।'

তিনি আরও বলেন, 'স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর আহত কনস্টেবল মনিরকে কুমুদিনী হাসপাতালে এবং ওসি টুটুল ও কনস্টেবল আলতাফকে একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মনির মারা যান।'

'মহাসড়কে অনেক গাড়ি থাকায় তাৎক্ষনিকভাবে বাসটি শনাক্ত করা যায়নি, তবে শনাক্তের চেষ্টা চলছে,' যোগ করেন তিনি।

আহত ওসি মোল্লা টুটুল দ্য ডেইলি স্টারকে জানান, বুক ও পিঠসহ শরীরের কয়েকটি স্থানে আঘাত পেলেও তিনি ও কনস্টেবল আলতাফ ভালো আছেন।

Comments