উত্তরায় এটিএম বুথে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

ঢাকায় পৃথক দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবীসহ নিহত ২
স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর উত্তরায় এটিএম বুথে ঢুকে টাকা উত্তোলনের সময় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার ভোররাত ১২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। নিহত ব্যবসায়ীর নাম শরিফ উল্লাহ (৪৪)। তিনি টঙ্গী এলাকায় টাইলসের ব্যবসা করতেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, আজ ভোররাত ১২টা ৪৫ মিনিটে শরিফ উত্তরার ডাচ বাংলা ব্যাংকের বুথে টাকা তুলতে যায়। সেসময় অভিযুক্ত হত্যাকারী আবদুস সামাদ (৩৮) বুথে ঢুকে শরিফের টাকা কেড়ে নিতে চায়। শরিফ বাধা দিলে সামাদ তাকে ছুরিকাঘাত করে। এরপর শরিফের চিৎকারে বুথের নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা এগিয়ে এসে ছিনতাইকারী সামাদকে ধরে পুলিশে সোপর্দ করে এবং শরিফকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন।

'এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে', বলেন ওসি।

Comments

The Daily Star  | English
Chittagong University clash

‘No bone, do not press’

Bandage on CU student Mamun’s head reads

48m ago