ভায়াডাক্টের চাপায় নিহত ৫: সড়ক বিভাগের তদন্ত কমিটি

রাজধানীর উত্তরায় ক্রেন থেকে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ভায়াডাক্ট পড়ে প্রাইভেটকারের ৫ যাত্রী নিহতের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
ভায়াডাক্ট
এক্সক্যাভেটর দিয়ে পড়ে যাওয়া ভায়াডাক্টটি সরানো হচ্ছে। ছবি: তুহিন শুভ্র অধিকারী/স্টার

রাজধানীর উত্তরায় ক্রেন থেকে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ভায়াডাক্ট পড়ে প্রাইভেটকারের ৫ যাত্রী নিহতের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

কমিটিকে আগামীকাল মঙ্গলবার সকালের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে হবে এবং আগামী ২ দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী সোমবার রাতে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তারকে কমিটির প্রধান করা হয়েছে।

কমিটিতে সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও পুলিশের প্রতিনিধি থাকবে বলে জানান তিনি।

সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরার জসীমউদ্দীন এলাকায় ক্রেন থেকে বিআরটি প্রকল্পের ভায়াডাক্ট পড়ে গেলে এর নিচে একটি প্রাইভেটকার চাপা পড়ে।

এতে ওই প্রাইভেটকারে থাকা ৫ জন মারা যান। 

গাড়িতে থাকা নবদম্পতি রেজাউল করিম হৃদয় (২৪) ও রিয়া মনি (২১) আহত হলেও মারা যান হৃদয়ের বাবা মো. ‍রুবেল মিয়া (৬০), রিয়া মনির মা মোছা. ফাহিমা (৩৭), খালা ঝর্ণা বেগম (২৬) এবং খালাতো ভাইবোন  জান্নাতুল (৬) ও মো. জাকারিয়া (৪)।

Comments