কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

Comilla Map
স্টার অনলাইন গ্রাফিক্স

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন মারা গেছেন।

আজ শনিবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার এলখাল গ্রামে এ ঘটনা ঘটে।  

মৃত ৩ জন হলেন- হোসনে আরা বেগম (৬০), তার ছেলে তারা মিয়া (৩০) ও  নাতি রিফাত হোসেন (৮)।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আজ দুপুর দেড়টার দিকে শিশু রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে দৌলতপুর থেকে এলখাল পর্যন্ত বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে তার ওপর পড়ে।

বিদ্যুৎস্পৃষ্ট রিফাতের চিৎকার শুনে নানী হোসনে আরা তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতের তারে আটকে যান। এ সময় মা ও ভাগ্নেকে উদ্ধারের জন্য তারা মিয়া এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই ৩ জন মারা যান।

বাঙ্গরা বাজার থানার ওসি বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

6h ago