পর্যটনে সমৃদ্ধ মীরসরাইকে তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহ্বান

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মীরসরাই সমিতির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

সমুদ্র, পাহাড়, ঝর্ণা, ঝিরিপথ, কৃত্রিম লেক, তীর্থস্থানের জন্য পর্যটনের আকর্ষণীয় গন্তব্য চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাইকে বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

গতকাল শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মীরসরাই সমিতির মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

মোশাররফ হোসেন বলেন, 'বিশেষ অর্থনৈতিক অঞ্চল ছাড়াও মনকাড়া প্রাকৃতিক সৌন্দর্যের বিশাল ভাণ্ডার মীরসরাই উপজেলা পর্যটনে সমৃদ্ধ হয়ে উঠছে। এরইমধ্যে মহামায়া সেচ প্রকল্প ও লেক দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত পেয়েছে। এই অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক নানা সুযোগ-সুবিধার পাশাপাশি সড়ক যোগাযোগ আরও সহজ করার পরিকল্পনা চলছে।'

প্রকৃতির মাঝে আনন্দ খুঁজে পাওয়ার সব রসদই মীরসরাই অঞ্চলে আছে, যা তুলে ধরা গেলে বিদেশি পর্যটকরা নিঃসন্দেহে আকৃষ্ট হবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া, বৈশ্বিক অর্থনৈতিক সংকট মোকাবিলায় বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে প্রবাসীদের অবদান রাখার আহ্বানও জানান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

মীরসরাই সমিতির সভাপতি এম এ তাহের ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। আইটি বিশেষজ্ঞ মাহবুব উর রহমান রুহেল, সমিতির সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন, শরিফুল ইসলাম খোকন, বাংলাদেশ প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, মুসলিম উদ্দিন ভুঁইয়া, সেলিম উদ্দিন চৌধুরী, মেজবাউল আলম ভূঁইয়া এবং মামুনুর রশীদ এসময় বক্তব্য রাখেন।

আব্দুল্লাহ আল শাহীন: আমিরাত প্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

Threat of fresh Rohingya influx looms as clashes erupt in Myanmar

Residents, gripped by panic, reported that this was the most intense gunfire they had heard in months.

9h ago