খুলনায় যুবলীগের বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

খুলনা বিএনপি
আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের জেরে খুলনার খালিশপুরে বিএনপি কার্যালয় ভাঙচুর। ছবিটি শনিবার বিকেলে তোলা। ছবি: স্টার

খুলনার খালিশপুরের বৈকালী ও বাস্তুহারায় বিএনপির দুইটি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে।

অন্যদিকে খালিশপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে আজ এক সংবাদ সম্মেলনে নগর বিএনপির সদস্য সচিব তুহিন ইসলাম দাবি করেন, আজ বিকালে ১৪ নং ওয়ার্ড কার্যালয়ে সমাবেশ করার জন্য অনুমতি দিয়েছিল পুলিশ। কিন্তু আজ দুপুরে সেখানে আওয়ামী লীগও সমাবেশ করার আবেদন করেছে জানিয়ে পুলিশ নিষেধাজ্ঞা দেয়।

তিনি বলেন, কর্মসূচিতে পুলিশের নিষেধাজ্ঞার প্রতিবাদে খালিশপুরে ঝটিকা মিছিল করে বিএনপি। পিপলস মোড়ে ঝটিকা মিছিলে হামলা চালায় আওয়ামী লীগ নেতারা।

এ সময় তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয় বলে দাবি করেন তুহিন। একই সাথে বিএনপি কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, বিকালে বৈকালীর মোড়ে একই স্থানে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি কর্মসূচি পালনের অনুমতি দেয়নি পুলিশ। দুই পক্ষকেই বুঝিয়ে তাদের কর্মসূচি স্থগিত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে খালিশপুরে ঝটিকা মিছিল বের করে বিএনপির নেতা কর্মীরা। বিএনপির মিছিল পিপলস মোড়ে এলে আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে তিন চার জন সামান্য আহত হয়েছে বলেন তিনি। আর একটি মোটরসাইকেল ভাঙচুর হয়।

খুলনা বিএনপি
খুলনা মহানগরীর বিএনপি খালিশপুর ৭নং ওয়ার্ড কার্যালয় থেকে শনিবার বিকেলে তোলা ছবি। ছবি: স্টার

হামলার বিষয়ে জানতে চাইলে খুলনা মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ তা অস্বীকার করেন।

 

Comments

The Daily Star  | English

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

Now