ডিজেলের মূল্যহ্রাস

বেসরকারি ডিপোতে কন্টেইনার পরিচালনার মাশুল কমলো ৫ শতাংশ

জ্বালানি তেলের দাম কমে যাওয়ার প্রেক্ষিতে কনটেইনার পরিচালনার বিভিন্ন মাশুল ৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন বেসরকারি কনটেইনার ডিপো মালিকেরা।    
চট্টগ্রামের একটি বেসরকারি কনটেইনার ডিপো। ছবি: রাজীব রায়হান/স্টার

জ্বালানি তেলের দাম কমে যাওয়ার প্রেক্ষিতে কনটেইনার পরিচালনার বিভিন্ন মাশুল ৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন বেসরকারি কনটেইনার ডিপো মালিকেরা।    

আজ মঙ্গলবার দুপুরে এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেন বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডা।

এর আগে মাসের শুরুতে জ্বালানি তেল এর দাম বেড়ে যাওয়ার পর গত ৩ সপ্তাহে বিভিন্ন ধাপে ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে ৫ ধরনের সেবার মাশুল ২৪ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বিকডা।

বিকডা মহাসচিব মো. রুহুল আমিন সিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রথম দফায় তেল এর দাম বেড়ে যাওয়ার ফলে বিভিন্ন হারে মাশুল বাড়ানো হয়েছিল, আজকের সভায় ডিজেলের নতুন মূল্যের সঙ্গে সমন্বয় করে মাশুল বৃদ্ধির আগের হার কমানো হয়েছে।'

মাশুলের নতুন এই হার আগামীকাল ৩১ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানান তিনি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমদানি পণ্য পরিচালনার মাশুল যা সম্প্রতি ৩৫ শতাংশ বাড়ানো হয়েছিল তা এখন বাড়বে ৩০ শতাংশ। অন্যদিকে রপ্তানি পণ্য পরিচালনার মাশুল পূর্বের ২৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত পরিবর্তন করে ২১ দশমিক ৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া খালি কন্টেইনার পরিচালনার মাশুল আগের ২৪ শতাংশের পরিবর্তে এখন বাড়বে ২০ দশমিক ৫ শতাংশ।

বিকডা সভাপতি নুরুল কাইউম খান বলেন, 'ব্যবহারকারীদের আমরা আশ্বস্ত করেছিলাম যে জ্বালানি তেলের দাম কমানোর কোনো সিদ্ধান্ত আসলে সেই অনুযায়ী মাশুল কমানো হবে। আমরা সেই কথা রেখে তারা অনুরোধ করার আগেই নিজেরা মূল্য সমন্বয় করেছি।'

 

 

Comments