গুরুতর অসুস্থ কবি হেলাল হাফিজ
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন কবি হেলাল হাফিজ।
গত বৃহস্পতিবার রাতে অসুস্থ অবস্থায় তাকে বারডেম হাসপাতালে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৮৪১ নম্বর কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
আজ শনিবার দুপুরে দ্য ডেইলি স্টারকে কবি নিজেই জানান, ১৫ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'নির্দেশে' ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন তিনি। কিছুটা সুস্থ হয়ে আবার হোটেলে ফিরে আসেন। এর ৪-৫ দিন পর পরশু রাতে আবার অসুস্থ বোধ করলে হোটেলের লোকজন তাকে বারডেম হাসপাতালে নিয়ে আসে।
কবি হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত। এর পাশাপাশি কিডনি, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতার মতো নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি।
বাংলা ভাষার জনপ্রিয় এই কবি ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায় জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে তার প্রথম কবিতার বই 'যে জলে আগুন জ্বলে' প্রকাশিত হয়। কবিতার জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
Comments