ঠাকুরগাঁওয়ে বিএনপি অফিস ভাঙচুর-মঞ্চে অগ্নিসংযোগের অভিযোগ আ. লীগের বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে বিএনপি ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ৮-১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বালানি ও সারসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৩ দিন আগে রুহিয়া বাজারে সমাবেশের ডাক দেয় বিএনপির রুহিয়া থানা শাখা। ওই কর্মসূচির পরিপ্রেক্ষিতে রুহিয়া থানা মহিলা আওয়ামী লীগও একই সময়ে একই স্থানে পাল্টা সমাবেশ আহ্বান করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকাল ৪টার দিকে বিএনপি নেতা-কর্মীরা পার্টি অফিস থেকে মিছিল বের করেন। মিছিলটি স্থানীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের গ্রামের বাড়ির কাছে পৌঁছালে একদল কর্মী সেদিকে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করেন। এসময় সেখানে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাঁধা দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং উভয় পক্ষ একে অপরের দিক ইট-পাটকেল নিক্ষেপ করায় ৮-১০ জন আহত হন।
একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীরা রুহিয়া বাজারে ফেরত আসেন এবং পূর্ব নির্ধারিত সমাবেশ করেন। সেখানে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি তৈমুর রহমান।
সমাবেশ শেষে বিএনপি নেতা-কর্মীরা রুহিয়া বাজারের কাছে কর্ণফুলী এলাকায় গেলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংঘটিত হয়ে বিএনপি অফিসের দিকে আসেন এবং সভার অস্থায়ী মঞ্চ ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন।
একপর্যায়ে তারা বিএনপির অফিসও ভাঙচুর করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রুহিয়া থানার ওসি সোহেল রানা ডেইলি স্টারকে বলেন, 'উভয়পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।'
Comments