ছাত্রলীগ নেতাদের সময় ও শৃঙ্খলার বিষয়ে সচেতন হতে বললেন কাদের

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতাদের সময় ও শৃঙ্খলার বিষয়ে সচেতন হতে বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'ছাত্রলীগকে আমি বলবো যে, টাইমের একটা সেন্স আসলে থাকা উচিৎ। যে মিটিং ১০টায়, সেই মিটিংয়ের প্রধান অতিথি যদি দেড়টায় বক্তৃতা করতে ওঠার সুযোগ পান। তাহলে উপস্থিত কারোর ধৈর্য থাকে না। সাংবাদিকদেরও ধৈর্য থাকে না। ছাত্রলীগের যারা কর্মী তারাও কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আসে। তাদেরও ধৈর্য থাকে না।'

তিনি বলেন, 'আমি সময় সম্পর্কে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। ডিসিপ্লিনটা আমদের দরকার। আদর্শ বাঁচবে না যদি ডিসিপ্লিন না বাঁচে। আদর্শকে বাঁচাতে হলে ডিসিপ্লিনকে বাঁচাতে হবে। এই কথাটা আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই।'

ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে শৃঙ্খলায় আসার প্রয়োজনীয়তার কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'আদর্শের সৈনিকরা যদি মঞ্চে দাঁড়িয়ে থাকে কীভাবে হবে? ঠিক আছে আজকের জন্য ক্ষমা করলাম। ভবিষ্যতের জন্য সাবধান করলাম।'

এসময় মঞ্চে অনেক নেতা দাঁড়িয়ে ছিলেন, তা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন ওবায়দুল কাদের।

Comments

The Daily Star  | English

Students to resist AL event today

The student movement against discrimination will hold a mass gathering at Zero Point in the capital’s Gulistan today, demanding trial of the Awami League.

3h ago