নাটোরে ৩৫০ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নাটোর
স্টার ডিজিটাল গ্রাফিক্স

নাটোরের লালপুরে বিএনপির কেন্দ্রীয়ভাবে ঘোষিত সমাবেশে যোগ দেওয়ার পথে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ৩৫০ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। তাদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ লালপুরের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে গোলাম মোস্তফা তুহিন ও পালিদেহা গ্রামের ছইর উদ্দিনের ছেলে মহির উদ্দিন।

আজ বুধবার সকালে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে লালপুর উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। সমাবেশে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের পালিদহ এলাকায় বাধা দেয় পুলিশ। পরে তাদেরকে ছাড়িয়ে আনতে বিএনপির আরও কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

সেসময় পুলিশ ২ রাউন্ড টিয়ার শেল ও ৩ রাউন্ড রাবার বুলেট ছোড়ে বলেও তারা জানান।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পরে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগ দেন। এতে বিএনপির ১২ নেতাকর্মী আহত হন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'পুলিশের কাজে বাধা, পুলিশের গাড়ি ভাঙচুর, হামলা ও বিস্ফোরক আইনে ৩৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের মধ্যে ৫৮ জনের নামে ও বাকিরা অজ্ঞাত।'

'২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে,' যোগ করেন ওসি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকারবিষয়ক কমিটির সদস্য শারমিন ফারজানা পুতুল ডেইলি স্টারকে বলেন, 'বিএনপির নেতাকর্মীদের সমাবেশে আসতে বাধা দেওয়া হয়েছে। তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করে ১২ জনকে আহত করেছে। এরপর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। এটা খুবই ন্যক্কারজনক।'

Comments

The Daily Star  | English

Thousands join BNP rally at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

1h ago