হাইকোর্টে আগাম জামিন পেলেন বিএনপির আরও ৩৩৭ নেতা-কর্মী

হাইকোর্ট
ফাইল ছবি

গাড়ি ভাঙচুর ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা ১২টি পৃথক মামলায় ৮ জেলার আরও ৩৩৭ জন বিএনপি নেতা-কর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ ৫০টি পৃথক আবেদনের শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে গতকাল ৪ জেলার ২২০ বিএনপি নেতা-কর্মী একই ধরনের ৯টি মামলায় হাইকোর্ট ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

আজ বেঞ্চ অভিযুক্তদের ৬ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন।

এদিন ফরিদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ ও নাটোরের বিএনপির ৩৩৭ নেতা-কর্মী জামিনের জন্য হাইকোর্ট বেঞ্চে হাজির হন।

আবেদনকারীদের আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন ও মো. রুহুল কুদ্দুস কাজল দ্য ডেইলি স্টারকে বলেন, সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের সময় যানবাহন ভাঙচুর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং বোমা বিস্ফোরণের অভিযোগে পুলিশ তাদের মক্কেলদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

তারা আরও বলেন, বিএনপি নেতা-কর্মীদের হয়রানি করতে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, যদিও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাদের আন্দোলন কর্মসূচিতে হামলা করেছে।

Comments

The Daily Star  | English

Former Narayanganj mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

1h ago