১ মাসের মধ্যে জঙ্গল সলিমপুরের উচ্ছেদ পরিকল্পনা প্রণয়নের নির্দেশ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জঙ্গল সলিমপুরের খাস জমি উদ্ধারে ১ মাসের মধ্যে উচ্ছেদ পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে এ কাজে গঠিত টাস্কফোর্সকে।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পাহাড়ঘেরা জঙ্গল সলিমপুরের সরকারি খাস জমিতে পাহাড় উজাড় করে বানানো হয়েছে প্লট, আবাসিক ভবনসহ অনেক স্থাপনা। সম্প্রতি খাস জমি উদ্ধার ও অবৈধ বসতি উচ্ছেদ করা শুরু হলে, এতে বাধা দিয়ে আসছেন স্থানীয়রা।

জঙ্গল সলিমপুরের প্রায় ৩১০০ একর খাস জায়গা উদ্ধারকল্পে এবং সেখানকার জীব-বৈচিত্র‍্য ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সোমবার সরকারের উচ্চপর্যায়ের বৈঠকে ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়।

জঙ্গল সলিমপুরের খাস জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা এবং জমি উদ্ধারের পর সেখানে জীব-বৈচিত্র‍্য ও পরিবেশ-প্রতিবেশ অক্ষুণ্ণ রেখে সরকারের পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মাস্টারপ্ল্যান প্রণয়নে কয়েকটি  টাস্কফোর্স কমিটি গঠিত হয় বৈঠকে।

টাস্কফোর্স কমিটিগুলো আগামী ১ মাসের মধ্যে উচ্ছেদ পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়ন এবং উদ্ধারকৃত সরকারি খাস জমিতে জীব-বৈচিত্র‍্য অক্ষুণ্ণ রেখে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাস্টারপ্ল্যান প্রণয়ন করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

বৈঠকে বলা হয়, জঙ্গল সলিমপুরে যারা প্রকৃত ভূমিহীন ও গৃহহীন আছে, তাদের স্থায়ী ঠিকানায় নিজ উপজেলায় আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে আবাসনের ব্যবস্থা করা হবে।

এছাড়া, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী, ভূমিদস্যু ও মাদক চোরাকারবারিদের গ্রেপ্তারে শিগগির অভিযান পরিচালনা করা হবে বলে সিদ্ধান্ত হয়।

এসব বাস্তবায়নে আগামী ১ মাসের মধ্যে মাস্টারপ্ল্যান করে তা কার্যকর করার জন্যে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে।

এ বৈঠকে জননিরাপত্তা বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, আইন ও বিচার বিভাগের সিনিয়র সচিব, পুলিশ, র‌্যাব, আনসার ও গ্রাম রক্ষা বাহিনীর প্রধান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম ও সিডিএ চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Bangladesh tops sea arrivals to Italy

The number of Bangladeshis crossing the perilous Mediterranean Sea to reach Italy has doubled in the first two months this year in comparison with the same period last year.

6h ago