চট্টগ্রামে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় যুবলীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত মো. আকাশ (২৪) মীরসরাই উপজেলার পূর্ব জোরারগঞ্জের চেঙ্গিরা এলাকার বাসিন্দা ছিলেন।

সোমবার রাত পৌনে ৮টার দিকে তার বাড়ির পাশে আসবাবপত্রের দোকানে এ ঘটনা ঘটে।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খায়রুল আজম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আকাশ মীরসরাইয়ের যুবলীগ সমর্থক ছিলেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ভিপি নিজামের সমর্থকরা তাকে কুপিয়ে আহত করে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ পরিদর্শক খায়রুল আজম ডেইলি স্টারকে বলেন, 'হঠাৎ দোকানে ঢুকে একদল দুর্বৃত্ত আকাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।'

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক ডেইলি স্টারকে জানান, রাত ৯টার দিকে আকাশকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনা তদন্তে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

54m ago